নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আধুনিকতার যুগে নিজেকে অত্যাধুনিক করতে কে না চায়!! আর নিজের জীবনের যে কোনো বিশেষ দিনকে বিশেষ আকর্ষণীয় করে তুলতে সকলেই নানা ধরণের নিত্য-নতুন পরিকল্পনা করে থাকে।
আর এবার সেই সমস্ত শৌখিন মানুষদের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে নয়ডা মেট্রোরেল কর্তৃপক্ষ এক অভিনব উদ্যোগ নিয়ে এসেছে। যেখানে জন্মদিন, প্রি-ওয়েডিং শুট বা বিবাহবার্ষিকীর জন্য নয়ডা মেট্রোর কোচ ভাড়া নেওয়া যাবে।
২০২০ সাল থেকেই মেট্রোরেল কর্তৃপক্ষ এই উদ্যোগ শুরু করার কথা ভেবেছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে এই নয়া উদ্যোগ পিছিয়ে যায়। তবে এবার নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইনে সেই সুযোগ রয়েছে।
দেশের মধ্যে কলকাতাতে প্রথম মাটির নীচ দিয়ে মেট্রো পরিষেবা চালু হলেও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এখনো অবধি এই ধরণের কোনো পদক্ষেপ চালু করেনি। কলকাতা মেট্রোর জনসংযোগ আধিকারিক রূপায়ণ মিত্র এই প্রসঙ্গে জানান, “কলকাতা মেট্রোই দেশের ম্ধ্যে একমাত্র মেট্রো পরিষেবা, যা সরাসরি রেল মন্ত্রকের অধীনে।
রেলের গাইডলাইন অনুযায়ী কলকাতা মেট্রোতে এখন ফিল্ম প্রমোশনের অনুমতি দেওয়া হয়। যদি গাইডলাইনস মেনে জন্মদিন, প্রি-ওয়েডিং শুট অথবা বিবাহবার্ষিকী আয়োজনের অনুমতি দেওয়া যায় তাহলে অবশ্যই আগামী দিনে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ এই ধরণের পদক্ষেপ গ্রহণ করবে।”