নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ কথায় আছে, ‘অতি লোভে তাঁতি নষ্ট’- এবার বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি ঘটনা এই কথাকেই আরো একবার মনে করিয়ে দিয়েছে। ঘটনাচক্রে এক দল ডাকাত গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে টাকা বার করতে গিয়ে ১৯ লক্ষ টাকা পুড়িয়ে ফেলেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, এটিএমের ভিতরে ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকা মিলিয়ে মোট ছ’হাজার নোট ছিল। ১০০ টাকার নোট ২ হাজার ৯৬৫ টি ছিল, ২০০ টাকার নোট ১ হাজার ৯১১ টি ছিল এবং ৫০০ টাকার নোট ২ হাজার ৫৭৩ টি ছিল। অর্থাৎ সব মিলিয়ে এটিএমে ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা ছিল।