নিজস্ব সংবাদদাতাঃ মুম্বইঃ মুম্বইয়ের দহিসারে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার প্রেমিকার মৃতদেহ। ম্রিত যুবতীর নাম প্রণালী লোকরে। বয়স ২০ বছর।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গত ছ’মাস ধরে প্রণালী ও তার প্রেমিক একে অপরকে চিনতেন। রবিবার রাতেরবেলা দু’জনেই একটি বিয়েবাড়ি গিয়েছিলেন। বিয়েবাড়ি থেকে ফেরার পথে প্রণালী নিজের প্রেমিককে জানায়, “রাতেরবেলা একসাথে থাকতে চান” কিন্তু প্রেমিক রাজি না হয়ে প্রণালীকে বাড়ি চলে যেতে বলেন।
বাড়ি ফিরে আসার পর সে আবার প্রেমিকের বাড়িতে রাত কাটানো নিয়ে জোর দিতে থাকলে ওই যুবক বলে, “গভীর রাতেরবেলা ঘর থেকে বেরিয়ে আসা নিরাপদ নয়।” কিন্তু এরপরও জোর করায় প্রণালীর নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করে দিতেই সোজা প্রেমিকের বাড়িতে এসে উপস্থিত হন।
তারপর হোয়াটসঅ্যাপে ব্লক করা হয়েছে তা নিয়ে ওই যুবকের সাথে কথা কাটাকাটিও হয়। এরপর সোমবার সকালবেলা ওই যুবক ঘুম থেকে উঠে প্রণালীর ঝুলন্ত দেহ উদ্ধার করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করেন।
তবে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। যদিও ইতিমধ্যেই প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে।