নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ জলপাইগুড়ির বানারহাট ব্লকে ডুয়ার্সের জঙ্গল সংলগ্ন চা বাগান থেকে ফের পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ উদ্ধার হয়েছে। প্রথমে গান্দ্রাপাড়া চা বাগানের ৫২ বি সেকশনের শ্রমিকরা ওই চিতাবাঘের দেহ দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন।
এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তারপর জলপাইগুড়ির অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীর উপস্থিতিতে চিতাবাঘের আংশিক পচা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
কিন্তু মৃত্যু কিভাবে হলো তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রাথমিক ভাবে বনকর্মীদের অনুমান দ্রুতগামী গাড়ির ধাক্কায় বা অন্য কোনো চিতাবাঘের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে চিতাবাঘটি চা বাগানে আশ্রয় নিয়েছিল পরে হয়তো মৃত্যু হয়েছে।
অথবা কোনো কীটনাশক মিশ্রিত খাবার খেয়েও মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।