অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য জুড়ে তোলপাড় চলছে। এসএসসি মামলায় কলকাতা হাইকোর্টে চলল মধ্যরাতে শুনানি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ আজ দুপুর ১২ টার মধ্যে এসএসসির সচীবকে সিসিটিভি ফুটেজ পেশ করার নির্দেশ দিয়েছে।এছাড়া সিআরপিএফ সল্টলেকে এসএসসির নিরাপত্তার দায়িত্বে থাকবে। দুপুর ১ টা অবধি কেউ দপ্তরে ঢুকতে পারবেন না। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন।
যখন পৌনে চার ঘণ্টা ধরে পার্থ চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে জেরা করা হচ্ছিল তখনই মাত্র চার মাসের দায়িত্ব নেওয়া এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ইস্তফা দিলেন।
ফলে ইস্তফাপত্র গ্রহণ করার কিছুক্ষণের মধ্যেই রাজ্য সরকার আবার নয়া চেয়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তিও জারি করে দিয়েছে। এদিকে মামলাকারী এসএসসির দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবীতে হাইকোর্টের দ্বারস্থ হন।