নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ অনলাইন পরীক্ষার দাবীতে এবার পড়ুয়ারা জেলায় জেলায় বিক্ষোভে সামিল হয়ে কোথাও কলেজ চত্বরে অবস্থান করলেন। কোথাও বা বিশ্ববিদ্যালয়ে দল বেঁধে এসে উপাচার্যের কাছে দাবী পেশ করলেন।
গতকাল সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা অনলাইনে পরীক্ষার দাবীতে কলেজে বিক্ষোভ দেখান। অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবীর পরিপ্রেক্ষিতে তারা জানায়, ‘‘শেষ মুহূর্তে অফলাইনে পরীক্ষা হবে জানতে পেরেছে। কিন্তু অনলাইনে ৭০ শতাংশ সিলেবাস পড়ানো হয়েছে। বাকি সিলেবাস শেষ হয়নি।’’
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে বোলপুরের পূর্ণীদেবী চৌধুরী মহিলা কলেজের ছাত্রীরাও অনলাইনে পঠন-পাঠন হওয়ার ফলে অফলাইনে পরীক্ষা দিতে আপত্তি জানিয়ে বিক্ষোভ দেখাতে পথে নামেন। কাটোয়া, কালনা, গুসকরা সহ বিভিন্ন কলেজের পড়ুয়ারাও বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্বরে একই দাবীতে বিক্ষোভ দেখান।
Sponsored Ads
Display Your Ads Here
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই চন্দ্র সাহা বলেন, ‘‘আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। এখনো ওই সিদ্ধান্ত বহাল আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত মোট ৬৩ টি কলেজের মোট ৩৫ হাজার পড়ুয়া আছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন কলেজের পড়ুয়ারা জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। এছাড়া এসএসসি দুর্নীতি-কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য জড়িত বলে অভিযোগ তুলে বিধায়ক শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মনের নেতৃত্বে বিজেপি নেতা-কর্মীরাও বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন।