অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে জানান, “স্বাস্থ্যসাথী ফেরালেই থানায় এফআইআর দায়ের হবে। হাসপাতালের লাইসেন্সও বাতিল হবে।”
স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে এও জানান যে, “কোনো হাসপাতাল কার্ড গ্রহণ করতে অস্বীকার করলে থানায় গিয়ে অভিযোগ করা হবে। এরপর সংশ্লিষ্ট থানার পুলিশ অফিসার বিষয়টি স্বাস্থ্য দপ্তরকে জানালে পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে নিজেও এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, স্বাস্থ্যসাথীর পরিষেবা নিতে গিয়ে ফিরে আসার বহু অভিযোগ উঠেছে। স্বাস্থ্যসাথীর বিলে দেখা যাচ্ছে বহু রোগী সামান্য অসুখেও চেন্নাই ও মুম্বইয়ের মতো শহরে চিকিৎসার জন্য চলে যাচ্ছেন।
গত বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটি বৈঠকে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে আলোচনা চলাকালীন জানতে চান, “স্বাস্থ্যসাথী নিয়ে এতো অভিযোগ উঠছে কেন। কোনো অভিযোগ এলে তা যেন গুরুত্ব দিয়ে দেখা হয়।”