নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের দক্ষিণ ঝাড় আলতা এলাকায় একটি বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানে খেয়ে ২১ জন নিমন্ত্রিত অতিথি অসুস্থ হয়ে পড়লেন। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার স্থানীয় একটি বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল। সেখানেই এলাকার বাসিন্দারা নিমন্ত্রিত অতিথি হিসেবে যান। আর সেখানে গিয়ে প্রসাদও খেয়েছেন। কিন্তু এরপর রাতেরবেলা থেকে একে একে এলাকার কমপক্ষে ২১ জন অসুস্থ হয়ে পড়েন।
তারপর ওই রাতেরবেলাই কয়েকজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছু অসুস্থদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। তবে বেশ কয়েকজনকে শারীরিক অবস্থা বুঝে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। হাসপাতাল সূত্র মারফত খবর পাওয়া গেছে, প্রায় ১৩ জন ভর্তি রয়েছে। আর বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এই অসুস্থতার ঘটনায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে, ওই অনুষ্ঠান বাড়ির খাবারে নিশ্চয় কিছু একটা পড়েছিল যার জেরে এই ধরণের অসুস্থতার ঘটনা ঘটেছে।