মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ জঞ্জালের স্তূপ থেকে দাদু ধাতব কৌটো কুড়িয়ে বাড়িতে এনেছিলেন। আর সেই কৌটো হাতে নিয়ে দেখার সময় আচমকা বিস্ফোরণ ঘটে মৃত্যু হল নাতির। এই চাঞ্চল্যকর ঘটনাটি উত্তর চব্বিশ পরগণার খড়দহের রহড়ায় ঘটেছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সী শেখ সাহিল বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পরই প্রথমে ব্যারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় সেখান থেকে সাগর দত্ত হাসপাতালে স্থানান্তরিত করানো হলে সেখানে চিকিৎসকরা সাহিলকে মৃত বলে ঘোষণা করেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
নিহতে দাদু আবদুল হামিদ বলেন, ‘‘আমি জানতাম না ওটা বোমা। একটা স্টিলের মতো জিনিস থানার পিছনে ময়লা ফেলার জায়গা থেকে বালতি করে বাড়িতে নিয়ে এসেছিলাম। ওই জিনিসটা কি তা দেখার জন্য আমার নাতিকে দিতেই ও কৌটোর গায়ে জড়ানো টেপ খোলার চেষ্টা করছিল। আর তখন বিস্ফোরণ ঘটে।’’
এই মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।