Indian Prime Time
True News only ....

লেনিন সরণির নাম বদলে লতা মঙ্গেশকরের নামে হচ্ছে

- sponsored -

- sponsored -

- Slide Ad -

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ দুর্গাপুর পুরসভা এবার লেনিন সরণির নাম বদলে প্রয়াত সঙ্গীতশিল্পী অর্থাৎ লতা মঙ্গেশকর সরণি রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাই তৃণমূল পরিচালিত ওই পুরসভার এই সিদ্ধান্তের প্রতিবাদে বামেরা ক্ষোভের সুর চড়িয়েছে। 

প্রসঙ্গত, সেই সময় সোভিয়েত দেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে বাংলার দুর্গাপুরেও একটি রাস্তার নাম রুশ বিপ্লবের নায়ক লেনিনের নামে রাখা হয়েছিল। দুর্গাপুরের জওহরলাল নেহরু সরণি ও বিধান রায় সরণির সাথে সংযোগকারী আড়াই কিলোমিটার দীর্ঘ এই রাস্তার নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ সরকার এই বিষয়ে জানান, ‘‘বামফ্রন্ট সরকার দুর্গাপুরে লেনিনের রাস্তার নামকরণ করেনি। যখন প্রফুল্লচন্দ্র ঘোষ মুখ্যমন্ত্রী ছিলেন তখন সম্ভবত ওই রাস্তার নামকরণ হয়েছিল। বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে রাস্তাটি চওড়া করে সাজানো হয়েছিল।

তৃণমূল ক্ষমতায় আসার পরে সেই রাস্তা ভেঙেচুরে গিয়েছে। তাই আগে রাস্তা বানানো হোক। এরপর নামকরণ করা নিয়ে চিন্তা করুক। আমরা ওই রাস্তার নয়া নামকরণ হতে দেব না। রাস্তায় নেমে আন্দোলন করব।’’   

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

কিন্তু সিপিএমের আন্দোলনের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, ‘‘বহু বার, বহু ভাবে রাস্তার নাম পরিবর্তনের জন্য দাবী ওঠায় সেই মতো আমরা বিভিন্ন বড়ো বড়ো শিল্পীর নামে রাস্তার নামকরণ করছি। আমরা সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের নামেই দুর্গাপুরের লেনিন সরণির নামকরণ করতে চলেছি।’’

তবে রাস্তাটির সংস্কারের জন্য আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পরিষদ প্রায় ২৮ কোটি টাকা খরচ করবে বলেও জানা গিয়েছে। এছাড়া দুর্গাপুরের আরো কয়েকটি রাস্তার নাম পরিবর্তন হতে চলেছে। নতুন নামকরণ যা হবে তা বেশীরভাগই প্রয়াত সঙ্গীতশিল্পীদেরই নামেই রাখা হবে।

যেমন বেঙ্গল অম্বুজা-পূর্ব রাস্তার নাম পরিবর্তন করে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সরণি হচ্ছে। বেঙ্গল অম্বুজা-পশ্চিম রাস্তার নাম পরিবর্তন করে বাপ্পি লাহিড়ী সরণি এবং বেঙ্গল অম্বুজা-উত্তর ও দক্ষিণ রাস্তা দু’টির নাম পরিবর্তন করে পুলক বন্দ্যোপাধ্যায় সরণি নাম হচ্ছে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored