নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ হুগলীর আরামবাগে বসন্তপুর ২৯ নম্বর রেলগেট সংলগ্ন একটি ঝোপের মধ্যে এক মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত মহিলার বয়স আনুমানিক ৪০ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অপরিচিত ওই মহিলার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। সারা দেহ ফুলে গিয়ে পচন ধরেছিল। পুলিশ এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান যে, বেশ কিছু দিন আগে ওই মহিলাকে কেউ খুন করে নিরালা জায়গায় ফেলে দিয়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশ ওই মহিলাটির পরিচয় জানার পাশাপাশি ওই মহিলাটিকে কে বা কারা তাকে কি উদ্দেশ্যে খুন করেছে তা নিয়ে তদন্ত শুরু করেছেন।