নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ বাঁকুড়ায় ফের মাওবাদী সন্দেহে সঞ্জীব মজুমদার নামে এক জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সঞ্জীবকে বারিকুল থানার পুলিশ বারিকুল থানার অন্তর্গত বরানগর থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীবের সাথে মাওবাদীদের যোগ রয়েছে। বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়ার ঘটনার সাথেও সম্পর্ক রয়েছে। সঞ্জীবের কাছ থেকে বেশ কিছু বই ও মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার করেছে।
Sponsored Ads
Display Your Ads Hereএর আগে তার মাওবাদী পোস্টার কান্ডে গ্রেফতার হওয়া শিবু মুর্মু, টিপু সুলতান, মঙ্গল হাঁসদা এবং অর্কদ্বীপ গোস্বামীর সাথে যোগাযোগ ছিল। ধৃতরা কিছুদিন আগে জঙ্গলমহলের বারিকুল থানা এলাকায় মিটিং করেছিল। কিন্তু পরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর পুলিশ ঘটনাটির তদন্তে নামে।
Sponsored Ads
Display Your Ads Hereএদিন সঞ্জীবকে খাতড়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দেন। আপাতত পুলিশ অভিযুক্ত সঞ্জীবকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মাওবাদী গতিবিধি সংক্রান্ত তথ্য জানার চেষ্টা চালাচ্ছেন।