নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ গত শুক্রবার কর্নাটকের উদুপির মালপে রাজ্য সরকারের উদ্যোগে রঘুপতি ভট্ট নামে এক বিধায়ক পর্যটকদের জন্য প্রায় ৮০ লক্ষ টাকা খরচ করে সৈকতে জাঁকজমক ভাবে ফিতে কেটে সমুদ্রে ভাসমান সেতু উদ্বোধন করেছিলেন। কিন্তু উদ্বোধনের ঠিক তিন দিনের মাথায় সেতুটি ভেঙে পড়েছে।
কর্নাটক সরকার বলেছিল, পর্যটকরা এই সেতুতে ঢেউয়ের মাথায় চড়ে হাঁটতে পারবেন। সেতুর উপরে হাঁটতে হাঁটতেই ঢেউয়ের ওঠা-পড়ার দুলুনি বোঝা যাবে। তবে দু’দিন পর অর্থাৎ গতকাল দেখা যায় সমুদ্রে টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। প্রায় ১০০ মিটার দীর্ঘ সেতুর মাঝখানের অনেকখানি অংশই আর নেই।
ঢেউয়ের তোড়ে সেতুর দড়ি ছিঁড়ে গিয়েছে। কিন্তু বিধায়ক রঘুপতি ভট্ট বলেছেন, “ঘূর্ণিঝড় অশনির জেরে সমুদ্র উত্তাল হয়ে সেতুটি ভেঙে গেছে।” যদিও যিনি সেতুটি লিজ নিয়েছেন তিনি জানিয়েছেন, “ঝড়ে সেতুটি নষ্ট হওয়ার খবর আসলে গুজব। ঝড়ের কথা ভেবে আগাম সেতুটি খুলে দেওয়া হয়েছে।”