ব্যুরো নিউজঃ জাপানঃ জাপানের ইয়ামনশির একটি বিদ্যালয়ে বেশ কয়েক জন পড়ুয়া জল ভেবে স্যানিটাইজার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন।
সূত্র মারফত জানা যায়, ওই বিদ্যালয়ে পাঁচ হাজার মিটার হাঁটা প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল। তাতে বহু পড়ুয়া অংশ নিয়েছিল। প্রতিযোগিতার জন্য যে পথে তাদের হাঁটার ব্যবস্থা করা হয়েছিল সেখানে স্কুল কর্তৃপক্ষ কিছু দূর অন্তর প্রতিযোগীদের জন্য জলের ব্যবস্থা করেছিলেন।
কিন্তু জলের সেই কাউন্টারগুলির মধ্যে একটিতে জলের পরিবর্তে কাপের মধ্যে স্যানিটাইজার রেখে দেওয়া হলে বেশ কয়েক জন পড়ুয়া সেটা জল ভেবে পান করে। এরপর হাঁটার মাঝে অসুস্থ বোধ করে। এমনকি বমিও করতে থাকে। তারপর দ্রুত ওই পড়ুয়াদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, ওই পড়ুয়ারা জলের পরিবর্তে স্যানিটাইজার খেয়ে ফেলেছে। এরপরই এই বিষয়টি নিয়ে উত্তেজনা শুরু হয়ে যায়। জলের পরিবর্তে সেখানে স্যানিটাইজার রাখা হয়েছে কিভাবে তা নিয়ে ইয়ামনশির গভর্নর কোতারো নাগাসাকি তদন্তের নির্দেশ দিয়েছে।