ব্যুরো নিউজঃ আফ্রিকাঃ কাউকে কোনো রকম পাত্তা না দিয়েই এবার জঙ্গলের চার রাজাকে রাজকীয় মেজাজ নিয়ে হাঁটতে দেখা গেল দক্ষিণ আফ্রিকার জাতীয় উদ্যান ক্রুগার ন্যাশনাল পার্কের রাস্তায়। এই ঘটনায় রাস্তায় যানজট তৈরী হয়।
এই চার পুরুষ সিংহের মধ্যে একটি বিরল সাদা সিংহ ছিল। ‘নোমবেকানা সাফারিস অ্যান্ড ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফির’ ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়। আর এই ভিডিওটি ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, চার পুরুষ সিংহ ক্রুগার ন্যাশনাল পার্কের যান চলাচলের রাস্তায় মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে। এক জন আবার রাস্তাতেই শুয়ে পড়েছে। কিন্তু পশুরাজকে চটাবে এমন সাধ্য কার! তাই চার পশুরাজের হাঁটার কারণে যানবাহন থমকে যায়।
ফলে তাদের গতির সাথে তাল মিলিয়েই চালকদের গাড়ি চালাতে দেখা যায়। তবে পশুরাজ সিংহের এমন ধীর স্থির মেজাজী দৃশ্য রোজ রোজ দেখা যায় না। এটা খুব অবিরল দৃশ্য।