নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ এবার রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া জেলাতেও। গতকাল রাতে বাঁকুড়ার আট নম্বর ওয়ার্ডের দোলতলা এলাকায় পচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বসবাসরত বাড়ি থেকে উদ্ধার হয় অবিবাহিত ৫৬ বছর বয়সী ভাইয়ের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অশোক কর্মকার ও ভাই সনৎ কর্মকার মিলে রেডিও এবং টেপ রেকর্ডার মেরামতির দোকান চালাতেন। এদিকে এই পরিবার এলাকার কোনো মানুষের সাথে তেমন যোগাযোগ রাখতেন না। গতকাল সন্ধেবেলা থেকে এলাকায় পচা দুর্গন্ধ ছড়াতে থাকে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
আর রাতেরবেলা পচা দুর্গন্ধ আরো বাড়তে থাকলে এলাকাবাসী সেই পচা দুর্গন্ধের উৎস খোঁজার চেষ্টা করতেই অশোকবাবুর বাড়ি থেকে সেই উৎকট পচা দুর্গন্ধ পাওয়া যায়। এরপর এলাকাবাসীরা জেলার সদর থানায় খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়।
এরপর এলাকাবাসীরা জেলার সদর থানায় খবর দিলে পুলিশ ওই বাড়িতে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অন্তত দু’দিন আগে সনৎবাবুর মৃত্যু হয়েছে। তখন অশোকবাবু দাবী করেছেন যে, গতকাল দুপুরেই হৃদযন্ত্র বিকল হয়ে ভাইয়ের মৃত্যু হয়েছে।
ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখে এই ঘটনাটি খুন না এই ঘটনার পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে তা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছেন।