নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের জামুইয়ে একটি কোচিং ক্লাসে এক কিশোরীকে পাঁচ সহপাঠী প্রায়শই উত্ত্যক্ত করত। কিশোরী বিষয়টি মা-বাবাকে জানানোয় তারা শিক্ষকের কাছে ঘটনাটির নালিশ জানান। এরপর বেশ কিছু দিন সে পড়তে যাওয়াও বন্ধ করে দিয়েছিল।
কিন্তু ওই কিশোরীকে শিক্ষক বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আশ্বাস দিলে ফের কোচিং ক্লাসে যাওয়া শুরু করে। তবে ওই পাঁচ জন ছাত্রের নামে অভিযোগ করায় তাদের মধ্যে একটা চাপা ক্ষোভ তৈরী হয়েছিল। ফলে ওই পাঁচ জন ছাত্র ওই কিশোরীকে ধর্ষণের পরিকল্পনা করে।
Sponsored Ads
Display Your Ads Here
সেইমতো গতকাল সে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে ওই পাঁচ জন ছাত্র রাস্তায় পথ আটকে ওই কিশোরীকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
Sponsored Ads
Display Your Ads Here
এই ঘটনার পরই ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করার পাশাপাশি তার মা-বাবা পাঁচ জন ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করায় পুলিশ অভিযোগের ভিত্তিতে ওই পাঁচ জন অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছেন। আপাতত ওই কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন আছে।
Sponsored Ads
Display Your Ads Here