নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল সন্ধেবেলা সেবকের করোনেশন সেতু সংলগ্ন গণেশ ঝোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১ জনের। এছাড়া আরো একজন যাত্রী আহত অবস্থায় বাসেই আটকে ছিলেন।
জানা গিয়েছে, মালবাজার থেকে একটি ছোট্ট ট্যুরিস্ট বাস শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সেবকে গণেশ ঝোড়ার কাছে অন্য একটি গাড়িকে পাশ কাটানোর জায়গা করে দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে চালক সহ আরো একজন যাত্রী ছিলেন।
এই দুর্ঘটনার পরই সেবক ফাঁড়ির পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে উদ্ধার করার চেষ্টা করেন। কিন্তু সন্ধেবেলা ঘটনাটি ঘটায় অন্ধকারের কারণে উদ্ধারকার্যে বেশ কিছুটা বেগ পেতে হয়েছিল।