নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ মায়ের উপর সৎবাবার অত্যাচারের সময় প্রতিবাদ জানাতে গিয়ে ১২ বছরের এক কিশোরকে প্রাণ হারাতে হলো সৎবাবার হাতে। এই চাঞ্চল্যকর ঘটনাটি বীরভূমের দুবরাজপুরের ইসলামপুর এলাকায় ঘটেছে।
জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই সুকুরের কিশোরের মা’র সাথে অশান্তি চলছিল। কিন্তু তার বাবার মৃত্যুর পর সম্পর্কে কাকা সুকু্র ওই কিশোরের মাকে বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর নিত্যদিন অশান্তি চলতো। স্ত্রীকে মারধর করতেন। কিন্তু সম্প্রতি দু’জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
অভিযোগ উঠছে, আজ ওই কিশোর বাড়ির নীচে গোয়াল ঘরে গোরু বাঁধতে গেলে সুকুর সেখানে এসে হাজির হয়ে ধারালো অস্ত্রের কোপে সৎ ছেলেকে এলোপাথারি ছুরি দিয়ে খুন করার চেষ্টা করেন। এর পাশাপাশি ওই কিশোরের গলায় ছুরিও চালান।
এই ঘটনাটি ওই কিশোরের এক দাদা দেখতে পেয়ে সুকুরকে নিরস্ত করার চেষ্টা করেন। এরপর ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হলে পরে সেখান থেকে সিউড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে অপরাধী সুকুরকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।