অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ মেট্রো ডেয়ারী মামলায় কলকাতা হাইকোর্টে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম সওয়াল করতে এসে এক মহিলা আইনজীবীর তাড়া খেলেন। ওই মহিলা আইনজীবী পি চিদম্বরমকে তৃণমূলের দালাল বলে তাঁর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
ঘটনাচক্রে পি চিদম্বরম কেভেন্টার্স নামে একটি সংস্থার হয়ে মামলা লড়তে কলকাতায় এসেছিলেন। রাজ্যের সংস্থা মেট্রো ডেয়ারীকে জলের দরে কেভেন্টার্সের কাছে বিক্রি করার বিরুদ্ধেই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই মামলাটি করেছিলেন। অধীর চৌধুরীর অভিযোগ ছিল, ‘‘এই লেনদেনে কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Hereতাই পি চিদম্বরম অধীরের বিরুদ্ধে ও প্রকারান্তরে রাজ্যের পক্ষে মামলাটির হয়ে সওয়াল করতে এসে এই মামলায় রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বিরুদ্ধে সওয়ালও করতেই তাঁকে ঘিরে কংগ্রেসের আইনজীবীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন।
Sponsored Ads
Display Your Ads Hereঅধীর চৌধুরীর আইনজীবী কৌস্তভ বাগচী প্রশ্ন করেন, ‘‘প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিজের দলের নেতার বিরুদ্ধে মামলা লড়তে এসেছেন কেন! তিনি কি জানেন না এই মামলায় বহু অর্থের নয়-ছয় হয়েছে যার নেপথ্যে রাজ্য সরকার রয়েছে!’’
Sponsored Ads
Display Your Ads Hereএরপর পি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করে বলেন, ‘‘আজ যা হয়েছে এরপর আর উনি কলকাতা হাই কোর্ট চত্বরে পা রাখবেন না।’’ কিন্তু এদিন পি চিদম্বরমের বিরুদ্ধে আইনজীবীদের এই বিক্ষোভ চরমে পৌঁছায়।
এমনকি সুমিত্রা নিয়োগী নামে ওই মহিলা আইনজীবী প্রথমে পি চিদম্বরমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পরে উত্তেজিত হয়ে নিজের গায়ের কোট খুলে নিয়ে তাঁর দিকে তেড়ে যান।