পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল রাতেরবেলা দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটের মাহিতলা এলাকায় জমি বিবাদের জেরে খুন হয়েছে ৩৫ বছর বয়সী ইজাজুল নামে ১ যুবক। এছাড়া গুরুতর আহত হয়েছে সিরাজুল শেখ ওরফে মিন্টু নামে এক যুবক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে বাবলু শেখ ও ইজাজুলের পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। এদিন দুই পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি চরমে উঠলে বাবলু এবং তার পরিবারের সদস্যরা ইজাজুলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারেন।
Sponsored Ads
Display Your Ads Here
এই সময় সিরাজুল বাধা দিতে গেলে গুরুতর ভাবে আহত হয়েছেন। এরপর ইজাজুল ও সিরাজুলকে হাসপাতালে ভর্তি করানো হলে রাতেরবেলাই ইজাজুলের মৃত্যু হয়। আর সিরাজুলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
নিহতের পরিবারের লোকজনদের অভিযোগের ভিত্তিতে পুলিশ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাফিজুল শেখ এবং আবুল কালাম শেখ নামে দুই জন ব্যক্তিকে গ্রেপ্তার করে। কিন্তু মূল অভিযুক্ত বাবলু পলাতক হলেও সকল অভিযুক্তের তল্লাশি চালানো হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযুক্তদের জেরা করে এই ঘটনার সাথে আর কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা চালানোর পাশাপাশি সমগ্র এলাকাময় পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে।