নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ করোনা সংক্রমণ কিছুটা স্থিত হতেই দিঘায় পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। আর এর মধ্যেই দিঘার বিভিন্ন হোটেলে মধুচক্রের আসর শুরু হয়েছে। দিঘা থানার পুলিশ গোপন সূত্রে এমন অভিযোগ পেয়ে যৌথ অভিযান চালান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতেরবেলা এক দল যুবক দিঘা রেল স্টেশনের অদূরে ভোগীব্রহ্মপুর এলাকার একটি বাড়িতে মধুচক্রের আসর বসিয়েছিল। অন্য জেলার থেকে মহিলাদের এনে যৌনপেশায় ব্যবহার করা হচ্ছিল। এরপর পুলিশ অভিযান চালিয়ে দুই যুবক সহ পাঁচ জন মহিলাকে গ্রেপ্তার করেন।
দুই যুবকের মধ্যে সৌমেন পাত্র নামে এক জন কাঁথি থানার বাসিন্দা। অন্য জন দক্ষিণ চব্বিশ পরগণার বাসিন্দা মনিরুল মোল্লা। কিন্তু ওই বাড়ির মালিক এই ঘটনার পর থেকে চম্পট দিয়েছেন।
এদিকে দিঘা মোহনা থানার পুলিশও গোপন সূত্রে খবর পেয়ে ওল্ড দিঘার একটি হোটেলে অভিযান চালিয়ে এক মহিলা সহ দুই জন যুবককে যৌনপেশায় যুক্ত সন্দেহে গ্রেপ্তার করেছে। এর মধ্যে হোটেলের ম্যানেজারও রয়েছে। অন্যদিকে পুলিশ ওই হোটেলের নথিপত্রও বাজেয়াপ্ত করেছে।
ধৃতদের কাঁথি মহকুমা আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত সকলকে জেল হেফাজতে রাখার নির্দেশ হয়েছে।