নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আজ সকালবেলা দিল্লির অভিজাত এলাকা চিত্তরঞ্জন পার্কে পুলিশের সাথে দুষ্কৃতীদের গুলি যুদ্ধে আহত হয়েছেন ১ জন দুষ্কৃতী। এই ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান ওই এলাকায় অভিযান চালায়। এরপর পুলিশ ওই দলটিকে ঘিরে ফেলে। তারপর পুলিশ আত্মসমর্পণ করতে বললে দুষ্কৃতীরা পুলিশের উপর গুলি চালায়। পাল্টা পুলিশকেও গুলি চালাতে হয়। এর জেরে এক জন দুষ্কৃতীর পায়ে গুলি লাগায় ওই দুষ্কৃতীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
কিন্তু দুষ্কৃতীরা কি উদ্দেশ্যে এসেছিল এছাড়া তাদের আরো বড়ো কোনো নাশকতার ছক ছিল কি না তা সঠিক ভাবে জানা যায়নি। ইতিমধ্যে পুলিশ এই বিষয় ভালোভাবে খতিয়ে দেখে তদন্ত শুরু করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
 
				 
								 
															













