নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ এবার নদীয়ার কৃষ্ণগঞ্জে ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল ৫৩ বছর বয়সী কান্ত হালদার নামে এক প্রৌঢ়ের বিরুদ্ধে। কান্ত পেশায় একজন বাসের কন্ডাক্টর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকা মাঠে ছাগল ছাড়তে গেলে সেই ছাগল ছেড়ে দিয়ে মাঠে খেলা করত। এই সুযোগে গত ছ’মাস থেকে কান্ত ওই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে বার বার ধর্ষণ করেছে। এমনকি কাউকে এই কথা জানালে খুনের হুমকি দেয় বলেও অভিযোগ উঠেছে। আচমকা গতকাল ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়লে সে বাড়িতে পুরো বিষয়টি জানায়।
এরপর নাবালিকার পরিবার কান্তর বিরুদ্ধে কৃষ্ণগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে কান্তকে গ্রেপ্তার ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। এছাড়া নাবালিকার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। নির্যাতিতার পরিবার কান্তর কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।
নাবালিকার মা জানান, ‘‘কান্ত আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছে। আমি চাই ওর ফাঁসি হোক। তবে সরকার যদি আমাদের পাশে দাঁড়ায়, খুব আশ্বস্ত হই। আমরা যেন সুবিচার পাই।’’
অভিযুক্ত জামাইবাবু তথা কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক হালদার বলেন, ‘‘যদি এই ঘটনা ঘটে থাকে তা হলে অবশ্যই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সে আমার যেই হোক না কেন। এটা খুবই নিন্দনীয় ঘটনা। আমার এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই।’’