নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার কেন্দ্রীয় সরকার জরুরী ভিত্তিতে ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনা ভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে।
সরকারী সূত্রে জানা গিয়েছে, ভ্যাক্সিন ও ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থা (ডিসিজিআই) জরুরী ভিত্তিতে এই ভ্যাক্সিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে। খুব শীঘ্রই এই ভ্যাক্সিন দেওয়া চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই ভ্যাক্সিন কবে থেকে চালু হবে তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
ইতিমধ্যেই চিন সহ বেশ কিছু দেশে করোনার বাড়বাড়ন্ত লক্ষ্য করা গিয়েছে। এর পাশাপাশি রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যেও করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এমত পরিস্থিতিতে ৬ থেকে ১২ বছর বয়সীদের ভ্যাক্সিনেশন হলে ওই শিশুরাও কিছুটা নিরাপদে থাকবে বলে মনে করা হচ্ছে।