চয়ন রায়ঃ কলকাতাঃ হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ওই কাণ্ডের মূল অভিযুক্ত ব্রজগোপাল গয়ালির বাবা সমরেন্দু গয়ালি ওরফে সমরকে গ্রেপ্তার করেছেন।
আশা করা যাচ্ছে যে, সমরেন্দু গ্রেপ্তার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে। এই ঘটনার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। কিন্তু অবশেষে সমরেন্দুকে গ্রেপ্তার করে সিবিআই ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিন তাকে আদালতে তোলা হতে পারে।