নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আচমকা সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দিল্লি সহ কর্নাটক ও ছত্তীসগঢ় সরকার মাস্ক পরা বাধ্যতামূলক করেছে।
 
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন। এর ফলে দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ৪ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯ জন।
Sponsored Ads
Display Your Ads Here 
সক্রিয় রোগীর সংখ্যা ১৫ হাজার ৬৩৬ জন। যা মোট সংক্রমণের ০.০৪ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩৯৯ জন। তবে এর মধ্যে আগেই অসম সরকার মৃত ১ হাজার ৩৪৭ জনের রিপোর্ট জমা দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here 
ফলে এখনো পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জন। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। কিন্তু উদ্বেগ বাড়িয়ে এখনো রাজধানীতে এক দিনে আক্রান্তের সংখ্যা হাজারের উপরেই। অর্থাৎ দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ১১ জন।
 
				 
								 
															













