নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের ডালখোলা থানার বাজারগাঁও দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনারপুর গ্রামে এক ব্যক্তি স্ত্রীর উপর প্রচণ্ড রেগে গিয়ে নিজের মেয়েকে নদীর জলে ফেলে দিয়ে এসেছিলেন। এর জেরে আড়াই বছর বয়সী শবনম নামে শিশুটি জলে ডুবে মারা গিয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি ফেকারুল পেশায় দিনমজুর। গতকাল রাতেরবেলা রোজা ভাঙার সময় ফেকারুল ও তার স্ত্রীর মধ্যে তীব্র অশান্তি শুরু হয়। শেষ অবধি ফেকারুল রাগের বশে ঘুমন্ত কন্যাকে তুলে নিয়ে গিয়ে বাড়ির কাছে সুধানী নদীর জলে ফেলে দিয়ে আসেন।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফেকারুলের রাগ কমে গিয়ে শান্ত হয়ে হুঁশ ফিরতেই নদীর পারে ছুটে যান। তবে তত ক্ষণে সব শেষ!! শবনম জলে ডুবে মারা গিয়েছে। এদিন ডালখোলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠান।
এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও পুলিশ অভিযুক্ত ফেকারুলকে আটক করে তদন্ত শুরু করেছেন। এই ঘটনাকে কেন্দ্র কঢ়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।