ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ আফগানিস্তান তালিবান সরকারের দখলে আসার পর থেকে দেশ জুড়ে গান, সিনেমা সহ টেলিভিশনের ধারাবাহিক সব নিষিদ্ধ হয়েছিল। এবার মোবাইলে পাবজি ও টিকটকের মতো অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করা হলো কারণ তালিবান সরকারের দাবী, ‘এই ধরনের অ্যাপ দেশের যুব সমাজকে ভুল পথে পরিচালিত করছে।’
গত বছর আগস্ট মাসে তালিবান সরকার কাবুলে ক্ষমতায় আসার পরে একের পর এক বিনোদন মাধ্যমে বন্ধ হয়েছে। ইন্টারনেট ব্যবহারেও নানা নিষেধাজ্ঞা রয়েছে। এই দেশে ৩ কোটি ৮০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৯০ লক্ষ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর ৪০ লক্ষ মানুষ ফেসবুক ব্যবহার করেন।
উল্লেখ্য যে, পরিষেবা, আর্থিক অবস্থা, জীবনযাপনের মানের মতো বিভিন্ন বিষয়ের ভিত্তিতে একটি আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্টের মাধ্যমে জানা গিয়েছে যে, তালিবান শাসনে আফগানিস্তানে সবচেয়ে বেশী সংখ্যক মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছেন।
টেলিকম মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিনোদনের নামে কোনোরকম অনৈতিক বিষয় প্রচার করা যাবে না বলে জানিয়েছে। যদিও তালিবান সরকারের রাজত্বে টেলিভিশনে খবর এবং ধর্মীয় বিষয় ছাড়া অন্য কিছুই দেখানো হয় না।