নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। হিজাবের পর এবার বাইবেল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি রাজধানী বেঙ্গালুরুর ক্ল্যারেন্স স্কুল পড়ুয়াদের নির্দেশ দিয়েছে যে, ‘প্রত্যেক শিক্ষার্থীকে স্কুলে বাইবেল নিয়ে আসতেই হবে। পড়ুয়া যে ধর্মেরই হোক না কেন এই নির্দেশ মানা বাধ্যতামূলক।’
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, স্কুলটি খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী। পড়ুয়াদেরও সেই মূল্যবোধ শেখাতে আগ্রহী। আর পড়ুয়াদের সেই আবহে গড়ে তোলার লক্ষ্যে বাইবেল আনতে বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে অভিভাবকদের থেকে মুচলেখাও আদায় করা হয়েছে।
কিন্তু বেঙ্গালুরুর একটি হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধির দাবী, “বিষয়টি অন্য ধর্মের শিক্ষার্থীদের ধর্মীয় অধিকারভঙ্গের একটি ষড়যন্ত্র।” পাশাপাশি স্কুলের ওই নির্দেশিকা জারি হওয়ার পরই অভিভাবকদের একাংশ আন্দোলনে নেমেছেন। অভিভাবকরা দাবী জানিয়ে বলেছেন, “পড়ুয়াদের ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ করছে।”
তাই অভিভাবকদের একাংশ ও হিন্দুত্ববাদী সংগঠনটি স্কুলটির বিরুদ্ধে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে অভিযোগ জানানোর সাথে সাথে আদালতে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।