নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার কালীগঞ্জ থানার অন্তর্গত দেবগ্রাম পঞ্চায়েতের গহরাপোতা গ্রামে এক তৃণমূল কর্মীকে বোমা মেরে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃত ব্যক্তির ৩৭ বছর বয়সী তহিদ আলি শেখ। এই ঘটনায় ১৫৭ নম্বর সংসদের তৃণমূলের বুথ সভাপতি মিনারুল শেখ আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতেরবেলা তহিদ ও মিনারুল মোটরবাইকে দেবগ্রাম বাজার থেকে ফেরার সময় এই ঘটনাটি ঘটে। এরপর বোমার শব্দে সকলে ছুটে এসে আহতদের কৃষ্ণনগর হাসপালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তহিদের মৃত্যু হয়। এদিকে গত পঞ্চায়েত নির্বাচনেও তহিদ শাসক দলের হয়ে সক্রিয় ভূমিকায় ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে স্থানীয় বাসিন্দা মেম্বারির সাথে তৃণমূলের পঞ্চায়েত সদস্য মইনুদ্দিন শেখের বিবাদ চলছিল। আর তহিদ এবং মিনারুল মেম্বারির ঘনিষ্ট ছিলেন। দলের একাংশ মনে করছেন যে, বৃহস্পতিবার রাতেরবেলা অন্ধকারে দুষ্কৃতীরা গাড়ি বুঝতে না পেরে মেম্বারির গাড়ি ভেবে তহিদদের গাড়ির উপর বোমা মারে।
Sponsored Ads
Display Your Ads Here
মেম্বারির দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই দিন রাতেরবেলাই দেবগ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের মইনুদ্দিন শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে যে দলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনাটি ঘটেছে।
Sponsored Ads
Display Your Ads Here
কালীগঞ্জের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ অবশ্য দাবী করে জানিয়েছেন, ‘‘এই ঘটনার সাথে দলের কোনো অন্তর্দ্বন্দ্বের যোগ নেই। গ্রাম্য বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।’’