নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ আজও বীরভূমের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ছাত্র মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে। এমনকি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছে।
বৃহস্পতিবার থেকে বিশ্বভারতীর পাঠভবনের একাদশ শ্রেণীর ছাত্র অসীম দাসের মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় চত্বর রণক্ষেত্র আকার ধারণ করেছে। গতকাল অসীমের আত্মীয় ও বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ তার দেহ নিয়ে বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি রাতেরবেলাও উপাচার্যের বাসভবনের সামনের গেটের তালা ভেঙে প্রবেশ করে বিক্ষোভ দেখানো হয়। তবে গতকাল থেকে বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে পুলিশ মোতায়েন করা হলেও এদিন পড়ুয়ারা বিদ্যুৎ চক্রবর্তীর বাসভবনের সামনে আন্দোলন জারি রেখেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
বিক্ষোভরত পড়ুয়াদের দাবী, ‘‘অসীমের মৃত্যুর পরেও উপাচার্য উদাসীন। উপাচার্য যাতে অসীমের পরিবারের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।’’ অন্যদিকে বিশ্বভারতীর শিক্ষাভবনে পরীক্ষা পিছোনোর দাবীতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ফলে পড়ুয়ারা শিক্ষাভবনের মূল দরজায় পোস্টার লাগিয়ে ক্লাস বয়কটের ডাক দেয়।
Sponsored Ads
Display Your Ads Here