নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা দু’নম্বর ব্লকের উজান গ্রামে চাষের জমি থেকে এক মহিলার বিবস্ত্র দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই মহিলা ৩৭ বছর বয়সী বেহুলা সিংহ।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। বেহুলার স্বামী বিপিন সিংহ পুলিশের কাছে ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানানো হয়, ‘‘মঙ্গলবার রাত ৮ টা থেকে ওকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর এদিন ওর দেহ পাওয়া গিয়েছে। মনে হচ্ছে, কয়েক জন অত্যাচার করে খুন করেছে।’’
এরপর পুলিশ তদন্তে নেমে ছ’ঘণ্টার মধ্যে রঞ্জন সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেহুলা রঞ্জনের সঙ্গেই দিনমজুরের কাজ করতেন। ইতিমধ্যে রঞ্জনকে পুরো বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।