নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর তারকেশ্বরের পদ্মপুকুরের একটি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। হৃদরোগ বিশেষজ্ঞ না থাকলেও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে ভর্তি নেওয়া হলো কিভাবে সেই প্রশ্ন বার বার উঠছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, সোমবার রাতেরবেলা বিশ্বনাথ রায় নামে এক জন ব্যক্তি বুকে যন্ত্রণা নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এরপর ওই হাসপাতালের এক জন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্বনাথবাবুকে স্থানীয় একটি নার্সিং হোমে ভর্তি করা হলে গতকাল মৃত্যু হয়।
তারপর রোগীর পরিবারের আত্মীয়রা মৃত্যুর খবর জানতেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এদিকে তারকেশ্বর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি আয়ত্তে আনেন। অন্যদিকে বিশ্বনাথবাবুর আত্মীয়দের পক্ষ থেকে নার্সিংহোমের বিরুদ্ধে থানায় ও বিডিওর কাছে অভিযোগ জানানো হয়।
পরিবারের তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে, নার্সিংহোমে কোনো হৃদরোগ বিশেষজ্ঞ না থাকলেও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে ওই নার্সিংহোম ভর্তি করা হয় কিভাব? যদিও নার্সিংহোমের কর্ণধার সৌরভপ্রকাশ মাইতি জানান, “নার্সিংহোমের পরিষেবা এবং পরিকাঠামোর কোনো ত্রুটি নেই।”