নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গত ২৪ ঘণ্টায় সারা দেশে আবার করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। নতুন করে ভারতে একদিনে করোনা সংক্রমিত হলেন ২ হাজার ৬৭ জন। যেখানে গতকাল করোনা সংক্রমণের সংখ্যা ছিল ১ হাজার ২৪৭ জন। অর্থাৎ একদিনের মধ্যে করোনা রোগীর সংখ্যা প্রায় ৬৬ শতাংশ বৃদ্ধি পেল।
এদিকে মৃতের সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনের তথ্য অনুযায়ী আজ করোনা সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জন। যেখানে করোনা সংক্রমিত হয়ে গতকাল মৃত্যু হয়েছিল মাত্র এক জনের।
এই মুহূর্তে সারা দেশ জুড়ে সক্রিয় করোনা সংক্রমণের সংখ্যা ১২ হাজার ৩৪০ জন। এর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৪৭ জন।
অন্যদিকে এক দিনে দিল্লিতে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬৩২ জন। এর সাথে সাথে কেরলেও দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ৪৮৮ জন অর্থাৎ ৫০০ এর কাছাকাছি। আর মৃতের সংখ্যা ৩৪ জন।