চয়ন রায়ঃ মহাত্মা গান্ধী রোডের কবরডাঙা মোড়ে পবিত্র গ্রুপের মেগা হল অর্থাৎ ‘রয়েল ক্রাউন ব্যাঙ্কোয়েট’ রয়েছে। যা ছ’হাজার স্কোয়ার ফিট জায়গা নিয়ে নির্মিত হয়েছে। শীততাপ নিয়ন্ত্রিত এই বিলাসবহুল ব্যাঙ্কোয়েট অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।
এই ব্যাঙ্কোয়েটের ছাদের উপরে একটি অর্কিড নার্সারী রয়েছে। যেখানে সব ধরণের ইনডোর ও আউটডোর প্ল্যান্টস রয়েছে। আর দু’শোর বেশী বিভিন্ন অর্কিড গাছ এবং একশো’র বেশী প্রকার শাপলা ও পদ্ম ফুল রয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
অতএব, সব মিলিয়ে এখানে হাজারেরও বেশী রকমের চারাগাছ পাওয়া যায়। এদিন ডঃ তন্ময় রায় চৌধুরীর হাত ধরে ‘রয়েল ক্রাউন ব্যাঙ্কোয়েট’ উদ্বোধন হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এর পাশাপাশি ১৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রী রঘুনাথ পাত্রের হাত ধরে অর্কিড নার্সারী উদ্বোধন হয়ে গেল। যা নতুন বছরে শহরবাসীর কাছে এক বড়ো চমক।
Sponsored Ads
Display Your Ads Here