Indian Prime Time
True News only ....

এবার নিভৃতবাসের জন্য শহরবাসীকে ঘর ছাড়ার নির্দেশ দিল প্রশাসন

- sponsored -

- sponsored -

ব্যুরো নিউজঃ চীনঃ চীনের সাংহাইয়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। করোনা আক্রান্তদের নিভৃতবাসের জন্য পর্যাপ্ত জায়গার অভাব দেখা দিয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, করোনা রোগীদের নিভৃতবাসের জন্য শহরবাসীকে ঘর ছাড়তে হবে।

আর এই নির্দেশিকা পাওয়ার পর থেকেই শহরবাসী ক্ষোভে ফুঁসছেন। তারা রাস্তায় নেমে বিক্ষোভও দেখান। এমন সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

উল্লেখ্য যে, সাংহাইয়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় দীর্ঘ দিন থেকেই শহরবাসী ঘরবন্দি হয়ে রয়েছেন। এদিকে গোটা শহরকে নিভৃতবাসে পাঠিয়ে দেওয়ায় শহরবাসীর মধ্যে একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। ধীরে ধীরে সেই ক্ষোভের আঁচ আরো বাড়তে থাকে।

কারণ শহরের বাসিন্দারা বন্দিদশায় থাকা অবস্থায় কোনো সরকারী অসহযোগীতা ও পর্যাপ্ত পরিমাণ খাবার পাননি। আর এবার করোনা আক্রান্ত রোগীদের নিভৃতবাসের জন্য ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ পেতেই শহরের বাসিন্দারা ক্ষোভ উগড়ে দিয়েছেন।  

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored