নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ গতকাল মুর্শিদাবাদের ফারাক্কায় এক দল ডাকাত একটি ব্যাঙ্কে হানা দিয়ে লক্ষাধিক টাকা লুঠ করে। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ ব্যাঙ্ক ডাকাতির তদন্তে নেমে প্রথমে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে প্রায় সাত জন অভিযুক্তকে চিহ্নিত করেন। এরপর ফারাক্কা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তদের কাছ থেকে ব্যাঙ্ক থেকে লুঠ করা টাকার মধ্যে ৫৪ লক্ষ ৬৭ হাজার ৫১০ টাকা উদ্ধার হয়েছে। পাশাপাশি দু’টি মোটর সাইকেলও আটক করা হয়েছে।
ধৃতরা হল অরুণ সরকার, বিশ্বজিৎ রায় ও প্রভাকর শিকদার। এর মধ্যে অরুণ এবং বিশ্বজিৎ ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্যদিকে বাকি দুষ্কৃতীদের সন্ধানে তল্লাশি শুরু করা হয়েছে। এমনকি অভিযুক্তদের সন্ধানে পুলিশের বিশেষ দল ঝাড়খণ্ডেও যাচ্ছে।
পুলিশ সুপারের তরফ থেকে দাবী করা হয়েছে যে, ‘‘ডাকাতির আগে ডাকাত দল এলাকায় বার বার রেইকি করেছিল। অতএব এই ঘটনায় স্থানীয় কোনো অভিযুক্ত জড়িত ছিল কিনা তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।’’