নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ চাকরীর বদলির জন্য স্ত্রীকে এক রাতের জন্য বসের কাছে পাঠানোর কথা শুনেই গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন উত্তরপ্রদেশের লখিমপুরের বিদ্যুৎ বিভাগের এক জন কর্মী। মৃত ৪৫ বছর বয়সী গোকুল প্রসাদ পেশায় লাইনম্যান ছিলেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বিগত তিন বছর থেকে গোকুলবাবুকে জুনিয়র ইঞ্জিনিয়ার নগেন্দ্র প্রসাদ ও তার সহযোগী দপ্তরের এক জন কেরানি নানা ভাবে হেনস্থা করতেন। এর জেরে তিনি অবসাদগ্রস্ত হয়ে ওষুধও খেতেন। তাও গোকুলবাবুকে আলিগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়।
কিন্তু সেখানে সমস্যা হওয়ায় বাড়ির কাছাকাছি বদলির আবেদন করায় নগেন্দ্র বলেছিলেন, ‘‘বদলি চাইলে একটি রাতের জন্য তার স্ত্রীকে পাঠাতে হবে।’’ তাই স্ত্রীর উদ্দেশ্যে এমন অসম্মানজনক কথা সহ্য করতে না পেরে গোকুলবাবু জুনিয়র ইঞ্জিনিয়ারের দপ্তরের সামনেই নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন।
তবে গায়ে আগুন লাগানোর পরেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। পুলিশ অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার একটি মামলা দায়ের করেছে। পাশাপাশি প্রাথমিক ভাবে নগেন্দ্র এবং দপ্তরের ওই কেরানিকে সাসপেন্ড করা হয়েছে।