ব্যুরো নিউজঃ জার্মানীঃ একটি কিংবা দু’টি ভ্যাক্সিন নয় একেবারে পর পর নব্বই বার ভ্যাক্সিন নিয়ে ফেলেছেন পূর্ব জার্মানীর ম্যাগডেবার্গের বাসিন্দা। এর পাশাপাশি ৬০ বছর বয়সী ওই প্রৌঢ় ভ্যাক্সিনের শংসাপত্রের ব্যাচ নম্বর বিক্রি করে নগদ টাকাও নেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের উদ্দেশ্য ছিল যে নিজের নেওয়া ভ্যাক্সিনের শংসাপত্রের ব্যাচ নম্বর ভ্যাক্সিনের অনাগ্রহীদের অর্থের বিনিময়ে বিক্রি করে কিছু উপার্জন করা। কিন্তু ৯১ বারের মাথায় পর পর দু’দিন ভ্যাক্সিনের লাইনে দাঁড়াতেই ধরা পড়ে যাওয়ায় আর ভ্যাক্সিন নেওয়া হয়নি।
তবে ওই প্রৌঢ়কে পুলিশ গ্রেপ্তার না করলেও কড়া নজরে রাখা হয়েছে। এছাড়া পুলিশী তদন্ত শেষ না হওয়া অবধি শহর ছেড়ে বের হতেও পারবেন না। তদন্ত চলাকালীন ওই প্রৌঢ়ের কাছ থেকে ভ্যাক্সিন নেওয়ার একাধিক ভুয়ো কার্ড উদ্ধার হয়েছে। এমনকি জানা গিয়েছে যে, তিনি জার্মানীতে দেওয়া সমস্ত রকম করোনা ভ্যাক্সিন নিয়ে ফেলেছেন।
কিন্তু এক জন প্রৌঢ় তিন বারের জায়গায় নব্বই বার টিকা নিলে শরীরে কি কি ধরণের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তা নিয়েই এখন চিকিৎসকেরা যথেষ্ট চিন্তিত।