নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশঃ এবার অরুণাচল প্রদেশে এক বিরল প্রজাতির এক ধরণের বাঁদরের দেখা পাওয়া গেল। যার নাম হোয়াইট চিকড ম্যাকাকার। এর আগে ২০১৫ সালে প্রথম দক্ষিণ তিব্বতে একবারই এই ধরনের বাঁদরের দেখা পাওয়া গিয়েছিল।
এক মাস আগে জ়ুলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার বিজ্ঞানীরা অরুণাচল প্রদেশের আনজাও জেলায় হোয়াইট চিকড ম্যাকাকার সন্ধান পেয়েছিলেন। এবার রাজ্যের পশ্চিম কামেং জেলায় দিরাংয়ের বিশুম ফুডুং এলাকায় ওই প্রজাতির আরো একটি বাঁদরের ছবি বন দপ্তরের ক্যামেরাতেই বন্দি হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
পশ্চিম কামেং জেলার ডিএফও চুখু লোমা জানান, “ওই প্রজাতির বাঁদরের গালের দু’পাশে সাদা দাগ ও ঘাড়ে ঘন লম্বা চুল। অন্য ম্যাকাকাদের থেকে তাদের আলাদা করে চেনায়। এরা অন্য ম্যাকাকাদের সাথে একই এলাকা ভাগাভাগি করে থাকছে। এই আবিষ্কার খুবই ব্যতিক্রমী।”
Sponsored Ads
Display Your Ads Here
পশুপ্রেমীদের মতে, “এখন অবিলম্বে আনজাও এবং পশ্চিম কামেং জেলায় হোয়াইট চিকড ম্যাকাকার বসতি ও চারণক্ষেত্র নিয়ে বিশদ সমীক্ষা হওয়া প্রয়োজন। জেলা বন দপ্তর সেই কাজ নিজেদের তরফ থেকে শুরু করে দিয়েছে। ওই এলাকার ক্যামেরা ট্র্যাপিংয়ে অনেকগুলি বিরল প্রজাতির মার্বল্ড ক্যাটও ধরা পড়েছে।”