নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী পুলিশ অস্ত্র ও বোমা উদ্ধারের অভিযান চালিয়ে যাচ্ছে। এবার বুধবার রাতেরবেলা পুলিশ নদীয়ার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি বেশ কয়েক জনকে গ্রেপ্তারও করেছে।
মঙ্গলবার পুলিশ সুমিত সাহা নামে এক যুবককে চাকদহের নেতাজি বাজার এলাকা থেকে একটি কার্তুজ ও একটি দেশী রিভালবার সহ গ্রেপ্তার করেন। আবারও বুধবার রাতেরবেলা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে নাকাশিপাড়া থানার অন্তর্গত দূর্গাপুর এলাকার বাসিন্দা কৃষ্ণ বৈদ্য নামে এক যুবককে একটি কার্তুজ এবং আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মুরুটিয়ায় এক ব্যক্তিকে একটি কার্তুজ ও একটি দেশী পিস্তল সহ গ্রেপ্তার করেন। এছাড়া লালন শেখ নামে এক ব্যক্তিকে সাহেবপাড়া গ্রাম থেকে একটি কার্তুজ এবং একনলা বন্দুক সহ গ্রেপ্তার করেন। তাছাড়া টেইপুর হাট পাড়ার বাসিন্দা তাপস দাসকে সন্দেহজনকভাবে এলাকায় ঘুরতে দেখে তল্লাশি চালাতেই একটি কার্তুজ ও একটি দেশী পিস্তল উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তাপসকে গ্রেপ্তার করা হয়। এর সাথে সাথে বিগত কয়েক দিন থেকে বম্ব ডিস্পোজ়াল স্কোয়াডের কর্মীরা উদ্ধারপ্রাপ্ত বোমাগুলি নিষ্ক্রিয় করেন। এমনকি গতকাল দুপুরবেলা চাপড়া থানার সীমানগর এলাকায় একটি ফাঁকা জায়গায় ৩২ টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here