নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচলের দেবীগঞ্জে এক কাঠমিস্ত্রী কাঠের কাজের আড়ালেই বাড়িতেই কার্তুজ তৈরীর একটি ছোটোখাটো কারখানা চালাচ্ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর পুলিশ জেলা জুড়ে লাগাতার অস্ত্র-শস্ত্রের তল্লাশি চালাতেই এই কার্তুজ তৈরীর কারখানার খোঁজ পায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন সন্তোষ কর্মকার নামে এক জন কাঠমিস্ত্রী কাজের সূত্রে ভিন্ রাজ্যে থাকতেন। এরপর বাড়িতে এসে কাঠের সরঞ্জাম তৈরীর কাজকর্ম করতেন। কিন্তু সম্প্রতি বাড়িতে সন্দেহভাজন কিছু লোকজন যাতায়াত করার খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে পুলিশ সন্তোষের বাড়িতে হানা দেয়।
কারখানাটি থেকে একটি পাইপগান, দু’রাউন্ড কার্তুজ, ৩৮ টি অর্ধসমাপ্ত কার্তুজ ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। পাশাপাশি তাকেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, এই কার্তুজ তৈরী করে তা বিক্রি করা হত। এদিকে সন্তোষকে চাঁচল মহকুমা আদালতে তোলা হলে পুলিশ জেরার জন্য পাঁচ দিনের পুলিশী হেফাজতে নিয়েছে।
এছাড়া এই ঘটনায় অভিযুক্তের সঙ্গে আর কেউ জড়িত ছিল কি না বা কোথায় এই অস্ত্র এবং কার্তুজ কোথায় বিক্রি করা হচ্ছিল তা পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে কাঠমিস্ত্রীর বাড়ি থেকে অস্ত্র উদ্ধার ও কার্তুজ তৈরীর বিষয়টি জানাজানি হতেই এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।