রায়া দাসঃ কলকাতাঃ আর মাত্র একদিন। এরপর ২ রা এপ্রিল শনিবার থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। দীর্ঘ দু’বছর পর ভয়াবহ করোনা পরিস্থিতি কাটিয়ে পড়ুয়ারা বিদ্যালয়ে গিয়ে খাতায়-কলমে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। চলতি বছর পরীক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৭ লক্ষ।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য জানান, “পরীক্ষাকেন্দ্রের প্রতিটি ঘরে দু’জন শিক্ষক নজরদারীর দায়িত্বে থাকবেন। আর যে বিষয়ের পরীক্ষা থাকবে সেই বিষয়ের শিক্ষকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। কিন্তু পরীক্ষায় কোনো বেনিয়ম হয় তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সমস্ত পরীক্ষার্থীর রেজাল্ট আটকে দেওয়া হবে।”
Sponsored Ads
Display Your Ads Here

Sponsored Ads
Display Your Ads Hereস্বরাষ্ট্র দপ্তর থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল যে, মাধ্যমিক শুরু হওয়ার পর যদি কোথাও কোনো টোকাটুকি বা গন্ডগোল হয় সেক্ষেত্রে জেলাশাসক ও পুলিশ সুপার পরিস্থিতি বিবেচনা করে শুধুমাত্র সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র এবং লাগোয়া এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিতে পারেন। কিন্তু শেষমেশ কলকাতা হাইকোর্ট সেই নির্দেশিকা খারিজ করে দিয়েছিল।













