ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ সাতসকালে একের পর এক বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার। সেখানে অবস্থিত পাকিস্তানের প্যারামিলিটারি ফোর্সের ক্যাম্পে আত্মঘাতী হামলা চালানো হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন ৩ জন হামলাকারী। আহত হয়েছেন প্রায় ২২ জন। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিবৃতি পেশ করে জানিয়েছেন, “দেশ সুরক্ষিতই রয়েছে।”
সূত্রের ভিত্তিতে জানা গেছে, এদিন সকালবেলা দেশের খাইবার পাখতুনখার টঙ্ক জেলায় তিন জন আত্মঘাতী জঙ্গি একটি প্যারামিলিটারি ক্যাম্পের ভিতর প্রবেশ করে হামলা চালায়। বিস্ফোরণে ওই তিন জন হামলাকারীর মৃত্যু হয়েছে। আর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে সেনাবাহিনীর কোনো সদস্যের মৃত্যু হয়েছে কিনা তা এখনো অবধি জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই জঙ্গিদের কাছ থেকে মার্কিন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রশাসন সমগ্র এলাকা ঘিরে ফেলেছে। পাক পুলিশ প্রাথমিক তদন্তের পর তেহরিক-ই-তালিবান কিংবা টিটিপিকেই দোষারোপ করছে।
প্রসঙ্গত, আফগানিস্তানেই টিটিপি জঙ্গিরা লুকিয়ে থাকে আর সুযোগ বুঝেই হামলা চালায়। এর আগেও পাকিস্তানি সেনাবাহিনীর উপরে একাধিকবার টিটিপি হামলা চালিয়েছে। পাক সরকারের তরফ থেকে তালিবানের সাথে বেশ কয়েকবার কথা বলা হয়েছিল কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।