নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ দিনের পর দিন বেড়েই চলেছে পথ কুকুরদের হত্যা করার মতো নির্মম ঘটনা। এবার তেলঙ্গানার সিদ্দিপেট জেলার জগদেবপুর মণ্ডলের থিগুল গ্রামে শতাধিক পথকুকুরকে বিষ দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এক পশু অধিকার আন্দোলন কর্মীর অভিযোগ, “গ্রামের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সচীবের নির্দেশেই কিছু পেশাদার কুকুর ধরিয়ে কাজটি করেছেন। গত রবিবার তারাই ওই গ্রামের ১০০ টিরও বেশী কুকুরকে ধরে শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ করেন। এর জেরে শয়ে শয়ে মৃত কুকুর পড়ে থাকতে দেখা যায়। যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নিন্দার ঝড় উঠতে থাকে।
এই জঘ্ন্য অপরাধের বিষয় জেলাশাসক এবং পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। গ্রামপ্রধান সহ পঞ্চায়েত সচীবকে সাসপেন্ড করার অনুরোধও করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে অপরাধ প্রমাণিত হলে অপরাধীদের পশুদের উপর নিষ্ঠুরতা দমনের আইনে দুই থেকে তিন বছর অবধি জেল হেফাজত এবং জরিমানা দুটোই হতে পারে।