অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বগটুই হত্যাকাণ্ডের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর জেলায় জেলায় পুলিশী অভিযান চলছে। আর পুলিশ এই অভিযান চালিয়ে প্রচুর বেআইনী অস্ত্র বাজেয়াপ্ত করেছে। এবার গতকাল রাতেরবেলা পুলিশ কলকাতার মানিকতলার মুরারিপুকুর এলাকা থেকে বেআইনী অস্ত্র সহ এক জনকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ৩৫ বছর বয়সী মুরারিপুকুর রোডের বাসিন্দা সীতানাথ দলুই। সীতানাথের কাছ থেকে কার্তুজ ও একটি সিঙ্গল শটার উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দুষ্কৃতীদের কাছে বিক্রির জন্য ওই আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল।
তবে পুলিশ আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে আনা হয়েছে তা জানতে তদন্ত শুরু করে দিয়েছে। এছাড়া এর আগে অভিযুক্ত সতীনাথ কোনো অস্ত্র বিক্রি করেছে কি না সেই বিষয়েও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।