নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ সুটকেস বন্দি অবস্থায় নয়া দিল্লির মঙ্গলপুরী এলাকা থেকে উদ্ধার ১৭ বছর বয়সী এক কিশোরের গলা কাটা দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত থেকে ওই কিশোরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতেরবেলাই তার মা-বাবা স্থানীয় দক্ষিণ রোহিণী থানায় অপহরণের অভিযোগও দায়ের করেন।
পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ দায়ের করে খুনের ঘটনাটির তদন্ত শুরু করেছে। কি উদ্দেশ্যে খুন করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মৃত ওই কিশোরের শনাক্তকরণের জন্য একাধিক দল গঠন করা হয়েছে। যেখান থেকে দেহটি উদ্ধার করা হয়েছে তার আশেপাশের অঞ্চলের সিসিটিভি ফুটেজ সহ ওই কিশোরের কল রেকর্ড সংগ্রহ করে তা খতিয়ে দেখা হচ্ছে।