নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ আজ সকালবেলা জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের গাদং দু’নম্বর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বারহালিয়া গ্রামে এক জন যুবকের মৃতদেহ দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃত যুবক ফালাকাটা ব্লকের নটাহাড়া এলাকার বাসিন্দা মদন সরকার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক জন মহিলা মদনকে বারহালিয়া এলাকার একটি ফাঁকা জমির মাঝে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এমনকি ওই যুবকের পা দু’টো হাঁটু গাড়া অবস্থায় মাটির সাথে লেগে রয়েছে। এরপর এলাকাবাসীদের কাছে খবর দেওয়ার পাশাপাশি এই খবর ডুডুয়া নদী পার করে পাশ্ববর্তী নটাহাড়া এলাকায় মৃত মদনের বাড়িতে পৌঁছে যায়।
মৃতের ভাই ভানু সরকার জানায়, ‘‘গতকাল রাতেরবেলা ১০ টার পর হঠাৎ করেই বাড়ি থেকে বের হয় অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পাওয়া যায়নি। আজ মদনের মৃত্যুর খবর শোনা যায়। তবে কেউ মেরে ফেলে রাখতেও পারে। আত্মহত্যাও করতে পারে। কিন্তু পারিবারিক কোনো অশান্তি ছিল না।’’
তবে নদী পেরিয়ে এ পাড়ে এসে একটি গাছে এভাবে ফাঁসি লাগালেন কিভাবে তা নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। ইতিমধ্যে পুলিশ এই মৃত্যুর ঘটনাটি ভালোভাবে খতিয়ে তদন্ত করে দেখছে। এছাড়া মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।