Indian Prime Time
True News only ....

আনারুল হোসেনকে ১৪ দিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিল হাইকোর্ট

- Sponsored -

- Sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ বগটুই কাণ্ডে অভিযুক্ত রামপুরহাট এক নম্বর তৃণমূল ব্লক সভাপতি আনারুল হোসেনকে গতকাল তারাপীঠ থেকে গ্রেপ্তারের পর আজ রামপুরহাট আদালতে তোলা হয়। আর এদিন আদালত ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, আদালতে সরকারী আইনজীবী সওয়াল করেন যে, অন্যান্য ধৃতদের জেরা করে আনারুলের নাম পাওয়া গিয়েছে। তাই আনারুলই এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

অন্য দিকে আনারুলের আইনজীবী পাল্টা সওয়াল করেন যে, আনারুল আত্মসমর্পণ করেছেন। যদি পালানোরই চেষ্টা করতেন তা হলে আত্মসমর্পণ করতেন না। দু’পক্ষের সওয়াল শোনার পর বিচারক আনারুলকে ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বগটুই পরিদর্শনে গিয়ে নিহতদের পরিবারের সাথে কথা বলার পর আনারুলকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর পুলিশ সেই নির্দেশ অনুযায়ী প্রায় তিন ঘণ্টার মধ্যেই বীরভূমের তারাপীঠ থেকে আনারুলকে গ্রেপ্তার করা হয়। 

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored